তেজ কটাল কখন হয়?
নোট
পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে। তাই সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণ শক্তিকে সাহায্য করে। ফলে এ দুই সময়ে জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে। একে ভরা বা তেজ কটাল বলা হয়। যেমন- অমাবস্যায় চন্দ্র ও সূর্য পৃথিবীর একই দিকে সমান্তরালভাবে অবস্থান করে।