কবি গানের প্রথম কবি কে?
নোট
গোঁজলা গুঁই (১৮শ শতক) কবিওয়ালা। আঠারো শতকে বাংলার সাংস্কৃতিক অঙ্গনে কবিগান নামে এক প্রকার সঙ্গীতধর্মী সাহিত্য রচিত হয়, যা ‘কবিওয়ালা’ নামে এক শ্রেণির সৌখিন বা পেশাদার গায়ক আসরে পরিবেশন করতেন। উঁচু-নিচু সব শ্রেণির শ্রোতাই তখন কবিগান শুনে আনন্দ উপভোগ করত। নতুন ধারার এ গানের আদিগুরু ছিলেন গোঁজলা গুঁই। তিনি পেশাদার কবিদল গঠন করে ধনিগৃহে অর্থের বিনিময়ে এ গান গাইতেন।