‘বাকিতে আসবাবপত্র ক্রয়’ হিসাব সমীকরণে কী পরিবর্তন আনে?
নোট
প্রতিটি লেনদেনের জন্য, মোট ডেবিট মোট ক্রেডিট সমান। হিসাব সমীকরণটি হলঃ A = L + OE।
‘বাকিতে আসবাবপত্র ক্রয়’ হিসাব সমীকরণে A বৃদ্ধি ও L বৃদ্ধি পরিবর্তন আনে। কারন, বাকিতে আসবাবপত্র ক্রয়ের ফলে সম্পদ(A) বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, বাকিতে ক্রয় করা হয়েছে বলে দায়ের(L) পরিমাণও বৃদ্ধি পেয়েছে।