কাবরারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে কী বলে?
নোট
দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরন করে কারবারি লেনদেন সংঘটিত হয়। অর্থাৎ এ পদ্ধতিতে দুটি পক্ষ বিদ্যমান থাকে। এক পক্ষ সুবিধা গ্রহন করবে এবং এক পক্ষ সুবিধা প্রদান করবে। এক্ষেত্রে সুবিধা গ্রহনকারী পক্ষকে ডেবিট বা ডেটর এবং সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট বা ক্রেডিটর বলা হয়। আর তাই কাবরারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে ডেটর বলা হয়।