‘যতই করিবে দান, তত যাবে বেড়ে’ – এটি কোন প্রকারের বাক্য?
নোট
এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে। যে বাক্যে একটি স্বাধীন বাক্যের সঙ্গে এক বা একাধিক নির্ভরশীল বা অধীন বাক্য বা বাক্যাংশ থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমনঃ যে দেশপ্রেমিক তাকে সবাই ভালোবাসে। এখানে 'তাকে সবাই ভালোবাসে'— একটি স্বাধীন বাক্য এবং 'যে দেশপ্রেমিক'—একটি অধীন বাক্যাংশ।
সুতরাং, 'যতই করিবে দান, তত যাবে বেড়ে' - এটিও একটি জটিল বাক্য।