পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে এর উপরিভাগ বরফাচ্ছন্ন হতো।
এটি হওয়ার প্রধান কারণ হলো, বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সূর্যের তাপ ধরে রাখা। যদি বায়ুমণ্ডল না থাকত, তবে দিনের বেলায় সূর্যের আলোতে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলেও রাতে সেই তাপ মহাশূন্যে বিকিরণ হয়ে চলে যেত। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা অনেক কমে যেত এবং ভূপৃষ্ঠ বরফে ঢেকে যেত।
সুতরাং, সঠিক উত্তর হলো (খ) বরফাচ্ছন্ন।
তা-সীন মাহমুদ জিদান
পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে এর উপরিভাগ বরফাচ্ছন্ন হতো।
এটি হওয়ার প্রধান কারণ হলো, বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সূর্যের তাপ ধরে রাখা। যদি বায়ুমণ্ডল না থাকত, তবে দিনের বেলায় সূর্যের আলোতে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলেও রাতে সেই তাপ মহাশূন্যে বিকিরণ হয়ে চলে যেত। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা অনেক কমে যেত এবং ভূপৃষ্ঠ বরফে ঢেকে যেত।
সুতরাং, সঠিক উত্তর হলো (খ) বরফাচ্ছন্ন।