অর্থনৈতিক সমস্যা সমাধানের ধাপ কয়টি?
নোট
অর্থনৈতিক সমস্যা সমাধানের ধাপ চারটি। যথাঃ
১. উৎপাদন ২. বিনিময় ৩. বন্টন ৪. ভোগ।
কোন পন্য দ্রব্য কেবল উৎপাদন করলেই হবে না, সেগুলো সুষ্ট ভাবে বিনিময় ও বন্টন করতে হবে। সর্বপরি, সেই পন্য বা দ্রব্য ভোগের মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে।