বাংলাদেশে পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
নোট
বাংলাদেশে পঞ্চম আদমশুমারি (বর্তমানে জনশুমারি) ২০১১ সালে ১৫ মার্চ থেকে ১৯ মার্চ ৫দিন ব্যাপি অনুষ্ঠিত হয়।
২০১১ জনশুমারি তিন পর্যায়ে সম্পন্ন হয়েছে - ১ম) মূল গণনা, ২য়) পোস্ট এনুমারেশন চেক, ৩য়) সাধারণ গণনা: একটি নির্দিষ্ট এলাকা যাচাই। ১৬ জুলাই ২০১১ সালে জনশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪২,৩১৯,০০০ জন, জনসংখ্যা বৃদ্ধির হার ১৪.৪% এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৪%। ১৫ বছরের ঊর্ধ্ব নারী-পুরুষের স্বাক্ষরতা হার ছিল ৫৩.০%।