খারিজিদের চক্রান্তে কোন সাহাবী শহিদ হন?
নোট
আবদুর রহমান বিন মুলজিম, আলি (রাঃ) -কে ফযর নামাজের জন্য বের হলে পথে আক্রমন করে-হত্যা করে। আলি বিন আবি তালিব (রাঃ) ৪০ হিজরির ১৭ রমযান (৬৬১ইং) শহিদ হয়ে মৃত্য়ুবরণ করেন। তাকে কুফা নগরীতে দাফন করা হয়।
খারিজিরা তিনজন-আলি বিন আবি তালিব (রাঃ), মুয়াবিয়া বিন আবু সুফিয়ান (রাঃ) এবং আমর ইবনুল আসক (রাঃ) -কে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তিন খারিজি কাবায় বসে সিদ্ধান্ত নেয়, আলোচ্য তিন সাহাবীকে একই দিনে হত্যা করা হবে। তারা তাদের ষরযন্ত্র বাস্তবায়ন করতে ১৭ রমযানকে নির্ধারন করে। সিদ্ধান্ত হয়, তারা তিনজন এই তিন সাহবীকে হত্যার দায়িত্ব নেয়।