কোন শহরের নাম হযরত নূহ (আঃ) এর ছেলের নাম অনুসারে ইয়াসরিব রাখা হয়ে ছিলো?
নোট
মদীনা তাইয়েবা শহরের নাম হযরত নূহ (আঃ) এর ছেলের নাম অনুসারে ইয়াসরিব রাখা হয়ে ছিলো।
হযরত নূহ (আঃ) এর এক ছেলের নাম ইয়াসরিব। ইয়াসরিবের বংশধরদের সংখ্যা বেড়ে যাওয়ায় তিনি মদীনায় এসে বসবাস করেন। তার নামানুসারে এ-শহরের নাম ইয়াসরিব রাখা হয়। ইয়াসরিব অর্থ অভীযুক্ত করা বা ধমক দেওয়া। রাসূল (সাঃ) এর আগমনে যে-শহরের এত গুনাগুন তার নাম ইয়াসরিব থাকতে পারে না, তাই রাসূল ( সাঃ) আল্লাহর নির্দেশে শহরের নাম ইয়াসরিব পাল্টে মদীনা তাইয়েবা রাখেন।
সোর্সঃ ইসলামের ইতিহাস - নববী যুগ থেকে বর্তমান: পৃষ্ঠা-৪৮।