প্রাক-ইসলামি যুগে আরবদের ধর্ম তথা ইব্রাহিম(আঃ) এর কোন ধর্মের অনুসারী ছিলো?
নোট
প্রাক-ইসলামি যুগে আরবদের ধর্ম তথা ইব্রাহিম (আঃ) এর দ্বীনে-হানাফিয়্য়া ধর্মের অনুসারী ছিলো।
সে-সময় এটিই ছিলো তাওহহিদের ধর্ম, যদিও পরবর্তীকালে আমর বিন লুহাই নামক এক মূর্তিপূজারি এই ধর্মের বিকৃতি সাধন করে। এই আমরই সর্বপ্রথম আরবদের মূর্তিপূজা শিক্ষা দেয়। ফলে আরবরা দীর্ঘ দিন রত থাকে মূর্তিপূজায়। এরপর নবী মুহাম্মদ (সাঃ) কে পাঠিয়ে আল্লাহ তা'আলা দ্বীনে-হানাফিয়্য়ার এই বিকৃতি দূর করে তাওহিদের ধর্ম ফিরিয়ে আনেন।
সোর্সঃ ইসলামের ইতিহাস - নববী যুগ থেকে বর্তমান: পৃষ্ঠা-৪৭।