আরকান পর্বত থেকে উৎপন্ন নদী কোনটি?
নোট
আরাকান পর্বত হতে সাঙ্গু নদীটির উৎপত্তি। সাঙ্গু নদী বা শঙ্খ নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবান জেলার একটি নদী। সাঙ্গু নদীটির দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার, গড় প্রস্থ ১১৯ মিটার এবং নদীটির আকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক সাঙ্গু নদীর প্রদত্ত পরিচিতি নম্বর 'পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী নং ১৫'। বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। বান্দরবানের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে সাঙ্গু নদী একটি অন্যতম মাধ্যম।