টেলিগ্রাম (Telegram) এর প্রতিষ্ঠাতা কে?
নোট
টেলিগ্রাম (Telegram) হল, ক্লাউড ভিত্তিক যুগপৎ ম্যাসেঞ্জিং ও ভয়েস ওভার আইপি সেবা। ২০১৩ সালের মার্চ মাসে নিকোলাই দুরোভ ও পাভেল দুরোভ মিলে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। অ্যান্ডয়েড, লিন্যাক্স, আইওএস, ম্যাকওএস, উইন্ডোজের জন্য টেলিগ্রামের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন রয়েছে। ব্যবহারকারীরা বার্তা, ছবি, স্টিকার, অডিওসহ যেকোন প্রাকারের নথি পাঠানো যায়। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের মতে, ২০১৯ সালের অক্টোবর মাসে বিশ্বব্যাপী মাসিক টেলিগ্রামের ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩০০ মিলিয়ন।