লর্ড রিপনের ইলবার্ট বিলের বিরুদ্ধে কারা তীব্র ক্ষোভ প্রকাশ করে?
নোট
লর্ড রিপনের ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে।
ইলবার্ট বিল ভারতে বসবাসরত ইউরোপীয়দের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দেয়। নিজেদের উচ্চ বর্ণবাদী ধারণার ফলে তারা উক্ত বিলকে আইনে পরিণত করার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে। ফলে ইলবার্ট বিল ভারতীয়দের জনমতকে স্পষ্টতই দুটি ধারায় বিভক্ত করে। একদিকে ভারতীয়রা বিলের সমর্থনে সোচ্চার হয়, অন্যদিকে ইউরোপীয় জনগোষ্ঠী কঠোরভাবে বিলের বিরোধিতা করে। অবশেষে ইউরোপীয় ব্লক জয়ী হয় এবং তাদের দাবি অনুযায়ী বিলটি পরিবর্তনে সরকারকে বাধ্য করে।