ইলবার্ট বিল- এর তাৎপর্য কী?
নোট
ইলবার্ট বিল- এর তাৎপর্য হলো ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীর বিচারের ক্ষমতা।
১৮৮৩ ব্রিটিশ ভারতের আইনগত, সাংবিধানিক এবং রাজনৈতিক ইতিহাসে বিশেষত বাংলায় জাতীয়তাবাদের বিকাশ এবং উপনিবেশবিরোধী আন্দোলন ত্বরান্বিত করার ক্ষেত্রে ইলবার্ট বিল ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ইলবার্ট বিলের একটা পটভূমি রয়েছে। ১৮৬১ সালের সিভিল সার্ভিস অ্যাক্টের পূর্ব পর্যন্ত ব্রিটিশ ভারতের প্রশাসন সামগ্রিকভাবে শেতাঙ্গদের করায়ত্ব ছিল। এ আইনের অধীনে ইন্ডিয়ান ও অ্যাংলো-ইন্ডিয়ানদের জন্য নিম্নতর নির্বাহী কর্মকর্তার পদ সৃষ্টি হয়। ১৮৭৯ সালের আইনের অধীনে সিভিল সার্ভিস আরও ভারতীয়করণ করা হয় এবং এর ফলে সিভিল সার্ভিসে ভারতীয়দের জন্য অধিকসংখ্যায় যোগদানের সুযোগ সৃষ্টি হয়।