অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় কত সালে?
নোট
অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় ১৮৪৩ সালে।
ডালহৌসী অদক্ষ শাসনের অজুহাতে ১৮৫৬ সালে অযোধ্যা দখল করেন। তিনি মুগল সম্রাটের রাজকীয় খেতাব বিলোপ করতে, দিল্লির রাজপ্রাসাদ থেকে রাজপরিবারকে সরিয়ে ফেলতে এবং বাহাদুর শাহর পুত্রকে রাজকীয় অভিধা থেকে বঞ্চিত করতে উদ্যোগী হন। ডালহৌসীর স্বত্ববিলোপ নীতির প্রয়োগ সম্পর্কে যৌক্তিকভাবেই বলা হয়ে থাকে যে, যখন উত্তরাধিকারীর অভাব ঘটত তখন তিনি স্বত্ব বিলোপ করতেন।