বিধবা বিবাহ আইন পাশ করেন কে?
নোট
বিধবা বিবাহ আইন পাশ করেন ডালহৌসী।
ডালহৌসীর সময়ে ঔপনিবেশিক রাজ্যের বেশ কিছু সংস্কার সাধন করা হয়।।১৮৬৫ সালের ২৬ শে জুলাই, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্কালীন গর্ভনর জেনারেল লর্ড ডালহৌসি এই বিধবা বিবাহ আইন পাস করেন। যা ডালহৌসীর অন্যতম অবদান।