ডালহৌসী অযোধ্যাকে কীভাবে দখল করে?
নোট
ডালহৌসী অযোধ্যাকে কুশাসনের অভিযোগ দিয়ে দখল করে।
ভারতীয়দের জন্য তাদের নিজ রাজন্যবর্গের চেয়ে ব্রিটিশ শাসন অধিক হিতকর। তাঁর সম্বন্ধে এটা বলা হয়ে থাকে যে, তাঁর পূর্ববর্তী শাসকগণ যেখানে অন্যের ভূখন্ড জোর করে অধিকার করার নীতি পরিহার করে চলতেন, সেখানে ডালহৌসী বৈধভাবে সাম্রাজ্য সম্প্রসারণের মূলনীতি গ্রহণ করেন। অবশেষে তিনি অদক্ষ শাসনের অজুহাতে ১৮৫৬ সালে অযোধ্যা দখল করেন। তিনি মুগল সম্রাটের রাজকীয় খেতাব বিলোপ করতে, দিল্লির রাজপ্রাসাদ থেকে রাজপরিবারকে সরিয়ে ফেলতে এবং বাহাদুর শাহর পুত্রকে রাজকীয় অভিধা থেকে বঞ্চিত করতে উদ্যোগী হন।