ব্রিটিশ অধীনস্ত রাজ্যের উত্তরাধিকারী না থাকলে ঐ রাজ্য ব্রিটিশের অধীনে আসাকে কী বলে?
নোট
ব্রিটিশ অধীনস্ত রাজ্যের উত্তরাধিকারী না থাকলে ঐ রাজ্য ব্রিটিশের অধীনে আসাকে স্বত্ববিলোপ নীতি বলে।
স্বত্ববিলোপ নীতি বা ডক্ট্রিন অব ল্যাপ্স হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা আরোপিত ভারতীয় রাজ্য আত্মসাৎ করার নীতি৷ ১৮৫৯ খ্রিস্টাব্দ অবধি এই নীতি কার্যকরী ছিলো৷ এই নীতি অনুসারে ভারতীয় উপমহাদেশের সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন করদ অধিরাজ্যের রাজা যদি প্রজাবিদ্রোহ বা বিভিন্ন কারণে দ্বারা দখল করা হতো।