লর্ড উইলিয়াম বেন্টিংক কতটি দিকের সংস্কার করেন?
নোট
লর্ড উইলিয়াম বেন্টিংক ৪টি দিকের সংস্কার করেন।
বেন্টিঙ্ক সমাজ সংস্কারে মনোনিবেশ করেন এবং হিন্দুদের মধ্যে দাম্পত্যের পবিত্র কর্তব্যের আদর্শ বলে দীর্ঘকাল যাবৎ পরিগণিত প্রথা মৃত স্বামীর চিতায় হিন্দু বিধবাদের পুড়ে মারা অর্থাৎ সতীদাহ প্রথা বিলোপ করেন। শিশু কন্যাকে গলা টিপে হত্যা বন্ধ করেন। প্রথম সন্তানকে গঙ্গায় নিক্ষেপ করা বন্ধ করেন। ঠগী বিতাড়িত করেন।