লর্ড বেন্টিঙ্ক- এর সতীহ দাহ প্রথা ও ঠগী দমনের মাধ্যমে কোনটি প্রকাশ পেয়েছে?
নোট
লর্ড বেন্টিঙ্ক- এর সতীহ দাহ প্রথা ও ঠগী দমনের মাধ্যমে সমাজ সংস্কার প্রকাশ পেয়েছে।
বেন্টিঙ্ক সমাজ সংস্কারে মনোনিবেশ করেন এবং হিন্দুদের মধ্যে দাম্পত্যের পবিত্র কর্তব্যের আদর্শ বলে দীর্ঘকাল যাবৎ পরিগণিত প্রথা মৃত স্বামীর চিতায় হিন্দু বিধবাদের পুড়ে মারা অর্থাৎ সতীদাহ প্রথা বিলোপ করেন। বেন্টিঙ্ক দুর্ধর্ষ ঠগীদের দমন করতেও পদক্ষেপ গ্রহণ করেন। দুষ্কৃতকারীর দল ঠগীরা গোপনে ব্যবসায়ী অথবা তীর্থযাত্রীর ছদ্মবেশে দেশময় ঘুরে বেড়াত। তারা অরক্ষিত পথচারীদের ওপর হানা দিয়ে তাদের সর্বস্ব অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করত। তারা ভারতের মধ্যবর্তী অঞ্চলে ভয়াবহ বিপদের কারণ ছিল। লুণ্ঠিত দ্রব্যে ভাগ বসাতে শক্তিশালী ভূ-স্বামীরা প্রায়শ তাদের পৃষ্ঠপোষণ করত। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে কর্নেল উইলিয়ম স্লীম্যান তাদের মূলোৎপাটন করতে সফল হন।