পাঁচশালা বন্দোবস্ত কী নামে পরিচিত?
নোট
পাঁচশালা বন্দোবস্ত হেস্টিংসের ভূমিরাজস্ব ব্যবস্থা নামে পরিচিত।
১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট হতে দেওয়ানী লাভ করে বাংলায় রাজস্ব ক্ষমতা গ্রহণ করার সাথে শুরু হয়ে যায় বাঙালী তথা কৃষকদের উপর নির্যাতনের স্মরণাতীত কালের ভয়াবহতম অধ্যায়ের। যারা নির্যাতিত হতেন তার অধিকাংশ ছিল মুসলিম। শুরু হয় ইংরেজ দ্বারা বাঙ্গালীদের (কৃষকের) উৎপাদিত ফসল গুদামজাত করে কৃত্রিম পরিকল্পিত সংকটে ফেলে নিম্নবিত্ত বাঙালীদের ভিটেমাটি থেকেও তাড়ানাের প্রতিযােগিতা। তাই পাঁচশালা বন্দোবস্ত করেন হেস্টিংস।