ওয়ারেন হেস্টিংস বাংলা ও বিহারের ডেপুটি নবাবের পদ বাতিল করেন কেন?
নোট
ওয়ারেন হেস্টিংস বাংলা ও বিহারের ডেপুটি নবাবের পদ বাতিল করেন অত্যাচারের অভিযোগে।
১৭৭২ সালে হেস্টিংস নিজেকে এমন একটা প্রদেশের গভর্নর হিসেবে পেলেন যেটিকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের একটা অংশ হিসেবেই বিবেচনা করতেন। বাংলার উপর মুগল অধিকার তিনি অস্বীকার করলেন। প্রশাসনে ভারতীয় কর্মকর্তাদের পরিবর্তে সরাসরি কোম্পানির একাধিপত্য স্থাপন করার নির্দেশ ছিল তাঁর ওপর। তিনি অত্যন্ত তৎপরতার সাথে এই অনুজ্ঞা পালন করেন। নবাবের প্রদত্ত অধিকারে হানা দিতেও তিনি বিবেকের কোন দংশন বোধ করেন নি। তাই তিনি বাংলা ও বিহারের ডেপুটি নবাবের পদ বাতিল করেন।