ওয়ারেন হেস্টিংস শাসনামলে ভারতের উপকারী দিক কোনটি?
নোট
ওয়ারেন হেস্টিংস শাসনামলে ভারতের উপকারী দিক দ্বৈত শাসনের অবসান।
দ্বৈত শাসন ব্যবস্থা ১৭৬৫ সালে লর্ড ক্লাইভ বাংলার নবাব থেকে দেওয়ানি সনদ প্রাপ্ত হলে যে শাসন প্রণালীর উদ্ভব হয়, তা ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। ১৭৭২ সালে দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ওয়ারেন হেস্টিংস কর্তৃক বাতিল হয়। এর দ্বারা দ্বৈত শাসন থেকে সবাই মুক্ত হয়।