ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসনের অবসান ঘটান কে?
নোট
ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসনের অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস।
ফোর্ট উইলিয়ামের গভর্নর ওয়ারেন হেস্টিংস ঘোষণা করেন যে, ক্লাইভের দীউয়ানি ও নিজামত দ্বৈত-প্রশাসন ব্যবস্থা এখন আবার ১৭৬৫-র আগের ব্যবস্থার মতোই সমন্বিত ব্যবস্থায় পরিণত হবে। এ ব্যাখ্যা-বিশ্লেষণের ভিত্তিতে ১৭৭২ সালে কয়েক দফা ইস্তাহার জারি হয়। এসব ইস্তাহার অনুযায়ী রাজস্ব চাষিদের প্রকাশ্য নিলামে পাঁচ বছর মেয়াদের জন্য জমি ইজারা দেওয়া হয়।