বাণিজ্যিক সুবিধার জন্য কে সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করেন?
                        
        নোট
বাণিজ্যিক সুবিধার জন্য টমাস রো সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করেন।
টমাস রো ছিলেন একজন এলিজাবেথীয় এবং জ্যাকোবীয় যুগের ইংরেজ কূটনীতিক।বাণিজ্যের ক্ষেত্রে সুনজর পাবার আশায় ১৬১৫ খ্রিষ্টাব্দে স্যার টমাস রো ইংল্যান্ডের রাজা প্রথম জেমস-এর দূতরূপে নির্ভেজাল বাণিজ্যনীতি নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন এবং আজমীর, মাণ্ডু ও আহমদাবাদে ১৬১৮ পর্যন্ত তিন বছর অবস্থান করেন।
