১৭৬৫ সালে কোম্পানির সরাসরি দেওয়ানি লাভে কোন সমস্যা ছিল?
নোট
১৭৬৫ সালে কোম্পানির সরাসরি দেওয়ানি লাভে প্রয়োজনীয় লোকবলের অভাব সমস্যা ছিল।
দেওয়ানি বলতে কি বুঝায়ঃ দেওয়ানি অর্থ রাজস্ব শাসনের অধিকার। ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদদ্দৌলা ও দিল্লির মুঘল সম্রাট শাহ আলমের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আবির্ভুত হয়। তারপর তারা দেওয়ানি লাভ করে।