পূর্ণিয়ার কোন শাসক সিরাজউদ্দৌলার প্রতি অবাধ্যকতা প্রদর্শন করে?
নোট
পূর্ণিয়ার শওকত জঙ্গ শাসক সিরাজউদ্দৌলার প্রতি অবাধ্যকতা প্রদর্শন করে।
শওকত জঙ্গ (মৃত্যুঃ ১৬ অক্টোবর ১৭৫৬) ছিলেন পূর্ণিয়ার নায়েব নাযিম এবং বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রতিদ্বন্দ্বী। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের ভ্রাতুষ্পুত্র সৈয়দ আহমদ খান সওলত জং এর পুত্র। পিতা সৈয়দ আহমদ খান সওলত জং-এর মৃত্যুর পর ১৭৫৬ খ্রিষ্টাব্দের ২৭ মার্চ তিনি পূ্র্ণিয়ার নায়েব নাযিম নিযুক্ত হন।