ভারতবর্ষের পর এশিয়ের কোন অঞ্চলে ডাচ উপনিবেশ লক্ষ করা যায়?
নোট
ভারতবর্ষের পর এশিয়ের ইন্দোনেশিয়া অঞ্চলে ডাচ উপনিবেশ লক্ষ করা যায়।
উপনিবেশ একটি স্থান বা এলাকা যা অন্য কোন দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। প্রধান নগর হিসেবে দেশটি উপনিবেশের বৈধ দখলদার। একটি দেশের যখন অনেকগুলো উপনিবেশ থাকে তখন মূল দেশটি সাম্রাজ্য হিসেবে পরিচিত হয়। বিশ্বের প্রাচীনতম উপনিবেশ পুয়ের্তো রিকো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।