ওলন্দাজরা এদেশের রেশমি, সুতা, সুতি কাপড় কী করতো?
নোট
ওলন্দাজরা এদেশের রেশমি, সুতা, সুতি কাপর রপ্তানি করতো।
বাংলা থেকে কাঁচা রেশম রপ্তানি ব্যাপক বৃদ্ধি পাওয়ার কারণে সতেরো শতকের সত্তরের দশকের দিকে বাংলায় কোম্পানিগুলির বাণিজ্য বেশ চাঙ্গা হয়ে ওঠে। তবে বাস্তবে আশির দশকের প্রথম দিকে বাংলার বস্ত্র রপ্তানির ব্যাপক বৃদ্ধি কোম্পানিগুলির এশীয় বাণিজ্যের ধরনে বৈপ্লবিক পরিবর্তন ঘটায়। ইংল্যান্ড ও ইউরোপে ভোগ্যপণ্য ব্যবহারকারীদের রুচির বৈপ্লবিক পরিবর্তনের ফলেই এটা ঘটেছিল। সেখানে ভারতীয় বস্ত্র, বিশেষত বাংলার বস্ত্রের ব্যবহার ফ্যাশনে পরিণত হয়েছিল এবং ফলে বাংলার বস্ত্রের চাহিদা অভূতপূর্বভাবে বৃদ্ধি পায়। বাংলা ছিল সস্তা ও মোটা সুতি বস্ত্রের সর্ববৃহৎ উৎপাদনকারী অঞ্চল। এগুলি ছিল বাজারে লভ্য সুতি বস্ত্রের চেয়ে অনেক সস্তা ও ভাল মানসম্পন্ন