বাংলায় পর্তুগিজগণ কাদের চাকরি করতে বেছে নেয়?
নোট
বাংলায় পর্তুগিজগণ জমিদারদের চাকরি করতে বেছে নেয়।
জমিদার শব্দটি এর বাংলা অপভ্রংশের সঙ্গে ‘দার’ সংযোগে উৎপন্ন হয়েছে। মধ্যযুগীয় বাংলার অভিজাত শ্রেণীর ভূম্যধিকারীদের পরিচয়জ্ঞাপক নাম হিসেবে শব্দটি ঐতিহাসিক পরিভাষার অন্তর্ভুক্ত হয়েছে। মুগল আমলে জমিদার বলতে প্রকৃত চাষির ঊর্ধ্বে সকল খাজনা গ্রাহককে বোঝানো হতো। প্রকৃত চাষি জমিদার নয়, কারণ সে কখনও তার জমি খাজনা বা ভাড়ায় অন্য কাউকে প্রদান করে না। জমিদাররা শুধু খাজনা আদায়ের স্বত্বাধিকারী, জমির স্বত্বাধিকারী নয়।