‘খ্রিস্টধর্ম গ্রহণ করো অথবা মৃত্যূবরণ কর’- উক্তিটি কাদের অধিকৃত অঞ্চলে প্রচলিত?
নোট
'খ্রিস্টধর্ম গ্রহণ করো অথবা মৃত্যূবরণ কর'- উক্তিটি পর্তুগিজদের অধিকৃত অঞ্চলে প্রচলিত।
পর্তুগীজ ভারত হচ্ছে ভারতবর্ষে পর্তুগিজ উপনিবেশিকতার দরুন দখলকৃত স্থানসমূহ নিয়ে গড়ে উঠা এলাকা। ইংরেজিতে পর্তুগীজ শাসসনাধীন এই এলাকার নাম হচ্ছে পর্তুগীজ ভাইসরয়াল্টি অব ইন্ডিয়া, পর্তুগীজ ভাষাতে এই এলাকার নাম হচ্ছে ভাইস-রেইনো দ্য ইন্ডিয়া পর্তুগীজ পরবর্তীতে এই এলাকার নাম সরাসরি পর্তুগীজ ষ্টেট অব ইন্ডিয়া। তাদের সময় খ্রিস্টধর্ম গ্রহণ করা ছিল বাধ্যতামূলক এর ব্যতিক্রম হলে জীবন দিতে হতো।