পর্তুগিজদের পরে ভারতবর্ষে কাদের আগমন ঘটে?
নোট
পর্তুগিজদের পরে ভারতবর্ষে ওলন্দাজদের আগমন ঘটে।
ওলন্দাজ ভারত বলতে ভারতে উপমহাদেশে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বসতি ও বাণিজ্যিক কেন্দ্রগুলোকে বোঝায়। এটি শুধু ভৌগলিক সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়। ডাচ ভারত কখনো রাজনৈতিক কর্তৃপক্ষ হয়ে উঠতে পারেনি। তাছাড়া ডাচ ভারত ডাচ সিংহল, ডাচ করমন্ডল গভর্নরেট, ডাচ মালাবার কমান্ডমেন্ট ও ওলন্দাজ বাংলা ও ডাচ সুরাট ডিরেক্টরেটে বিভক্ত ছিল। পর্তুগিজদের পরে ভারতবর্ষে ওলন্দাজরা আসে।