পর্তুগিজগণ কত সালে গোয়াতে ঘাঁটি স্থাপন করে?
নোট
পর্তুগিজগণ ১৫১০ সালে গোয়াতে ঘাঁটি স্থাপন করে।
গোয়াতে ঘাঁটি স্থাপন করার ফলে এটি পর্তুগিজদের ছিট্মহলে পরিণত হয়। ভ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত বর্ষ ছেড়ে গেলে পর্তুগিজরা রয়ে যায়। পর্তুগিজ ছিটমহল হিসেবে গোয়াসহ কিছু এলাকা ভারত ভূখন্ডে রয়ে যায়। ১৯৫৪ সালে ভারত গোয়া সহ আরও কয়েকটি জায়গা পুনরুদ্ধার করে নেয়। ডিসেম্বর ১৯৬১ সালের মধ্যে সকল পর্তুগিজ এলাকা ভারত শাসনে চলে যায়। ১৯৭৫ সালে পর্তুগিজ সরকার ভারতবর্ষ থেকে তাদের দাবি অধিকার সম্পূর্ণরুপে সরিয়ে নেয়।