ভারতের আসার জলপথ আবিষ্কারের কৃতিত্ব কাদের?
নোট
ভারতের আসার জলপথ আবিষ্কারের কৃতিত্ব পর্তুগিজদের।
পর্তুগীজ ভারত হচ্ছে ভারতবর্ষে পর্তুগিজ উপনিবেশিকতার দরুন দখলকৃত স্থানসমূহ নিয়ে গড়ে উঠা এলাকা। ইংরেজিতে পর্তুগীজ শাসসনাধীন এই এলাকার নাম হচ্ছে পর্তুগীজ ভাইসরয়াল্টি অব ইন্ডিয়া, পর্তুগীজ ভাষাতে এই এলাকার নাম হচ্ছে ভাইস-রেইনো দ্য ইন্ডিয়া পর্তুগীজ পরবর্তীতে এই এলাকার নাম সরাসরি পর্তুগীজ ষ্টেট অব ইন্ডিয়া নামকরণ করা হয়।