১৪৯৮ সালে ইউরোপীয়দের নিকট ভারতের কোন বন্দর বিশেষ ভাবে পরিচিতি পায়?
নোট
১৪৯৮ সালে ইউরোপীয়দের নিকট ভারতের কালিকট বন্দর বিশেষ ভাবে পরিচিতি পায়।
বহু পুরনো নৌবন্দরগুলোর একটি কালিকট। ১৪৯৮ সালে নৌবহর নিয়ে ভাস্কো-দা-গামা কালিকটের কাছে কাপ্পাডুতে পৌঁছান। মাস তিনেক অবস্থানের পর কালিকট বন্দর থেকে যাত্রা শুরু করেন। উপকূলীয় শহর কালিকট একসময় দেশি-বিদেশি বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল। রাজা জামরিনের শাসনামল থেকেই কালিকট বন্দরে বিদেশি জাহাজের আসা-যাওয়া শুরু হয়। ১৭৬৫ সালে মহিশুরের সুলতান হায়দার আলী কালিকট আক্রমণ করেন। তখন শহর ও বন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।