জব চার্নক কত টাকার বিনিময়ে কলকাতা, গোবিন্দপুর ও সুতানটি গ্রামের জমিদারি লাভ করেন?
নোট
জব চার্নক ১২০০ টাকার বিনিময়ে কলকাতা, গোবিন্দপুর ও সুতানটি গ্রামের জমিদারি লাভ করেন।
জব চার্নক ১৭শ শতকের একজন ইংরেজ ব্যবসায়ী। কোম্পানির কাসিমবাজার কারখানায় জব চার্নক ১৬৫৮ খ্রিস্টাব্দে একজন নিম্নপদস্থ ব্যবসায়ী হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তে যোগদান করেন। যখন ১৬৮৬-৯০ খ্রিস্টাব্দের ইঙ্গ-মুগল যুদ্ধ শুরু হয় তখন তিনি কোম্পানির হুগলি বসতির প্রধান ছিলেন। বাংলা রণাঙ্গনে পরাজিত হলে শীঘ্র ইংরেজদের তাড়িয়ে দেওয়া হয় এবং তারা ব্যবসায়ে পাততাড়ি গুটাতে বাধ্য হয়ে মাদ্রাজে সরে যায়।