সোপান চাষ, শস্য আবর্তন ইত্যাদি কীসের নাম?
নোট
সোপান চাষ, শস্য আবর্তন ইত্যাদি মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি নাম।
মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিসমূহ ফসল পুনরাবর্তন : শস্যাবর্তন, আন্তঃকৃষি এবং নানা ধরনের শস্য একই জমিতে চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় রােধ করা যায়। কারণ এতে কোনও সময়ই জমি উন্মুক্ত থাকে না এবং মৃত্তিকার দৃঢ়তাও বৃদ্ধি পায়। এই জন্য ভারতে বর্ষাকালে একই জমিতে ভুট্টা, মােটর, ছােলা ইত্যাদি শস্যের চাষ হয়।