সুরমা, কুশিয়ারা ও কালনীর প্রবাহ কি নামে দক্ষিণে প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
নোট
সুরমা, কুশিয়ারা ও কালনীর প্রবাহ কালনী নামে দক্ষিণে প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে।
কালনী নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩২ কিলোমিটার, গড় প্রস্থ ৫৭ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কালনী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ১৫।