পাদদেশীয় সমভূমির অন্তর্গত কোনটি?
নোট
পাদদেশীয় সমভূমির অন্তর্গত দিনাজপুর।
পর্বত পাদদেশীয় সমভূমি (Piedmont Plain) হিমালয়ের কুমায়ুন পর্বত শৃঙ্গের পাদদেশ ও গাঙ্গেয় সমভূমির মধ্যভাগে অবস্থিত। এই সমভূমিতে দেশের দুটি সুনির্দিষ্ট ভূ-প্রাকৃতিক বলয়- ভাবর ও তেরাই অন্তর্ভুক্ত যাদের প্রতিটি দশ থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত।