প্লাবন সমভুমির আয়তন কত বর্গ কিঃমিঃ?
নোট
প্লাবন সমভুমির আয়তন ১২৪২৬৬ বর্গ কিঃমিঃ।
প্লাবনভূমি (Floodplain) নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে অপেক্ষাকৃত মসৃণভূমি যা নদীর উপচে পড়া জলরাশি বা প্লাবনের ফলে সৃষ্টি হয়। ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিনটি নির্দিষ্ট অঞ্চলে বিন্যস্ত করা যেতে পারে, যথা: (ক) প্লাবনভূমি অঞ্চল, (খ) সোপানভূমি অঞ্চল এবং (গ) পার্বত্য অঞ্চল