সঞ্চিত পর্বত বলা হয় কোন পর্বতকে?
নোট
সঞ্চিত পর্বত বলা হয় আগ্নেয় পর্বতকে।
আগ্নেয় শিলা এক প্রকার কঠিন শিলা। আগ্নেয় ও রূপান্তরিত শিলাগুলো অনুসারে পৃথিবীর ভূূত্বকের ১৬ কিলোমিটারের আয়তনের ৯০-৯৫% অংশ তৈরি করে। আগ্নেয় শিলা (ল্যাটিন শব্দ অগ্নি থেকে উদ্ভূত যার অর্থ আগুন) বা ম্যাগমেটিক শিলা প্রধান তিন ধরণের শিলার মধ্যে একটি। অন্য ধরণের শিলা হচ্ছে পাললিক ও রূপান্তরিত শিলা।