নদীর ক্ষয় ও সঞ্চয় দুটোই করে কোথায়?
নোট
নদীর ক্ষয় ও সঞ্চয় দুটোই করে সমভূমিতে।
সমুদ্র পৃষ্ঠীয়তলে বা সামান্য উঁচুতে (উচ্চতা ৩০০ মিটারের মধ্যে) অবস্থিত মৃদু ঢাল যুক্ত (অর্থাৎ আপেক্ষিক উচ্চতা সামান্য) সুবিস্তৃত সমতল ভূ-ভাগকে সমভূমি বলে।