পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়েছে কোন স্থানের দ্রাঘিমাকে?
নোট
পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়েছে গ্রিনিচ স্থানের দ্রাঘিমাকে।
প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগের কোন স্থানের দ্রাঘিমারেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় সে সময়কে ঐ দেশের প্রমাণ সময় বলে।