পৃথিবী নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে কত মিনিট লাগে?
নোট
পৃথিবী নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে ১৪৪০ মিনিট লাগে।
পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। সূর্য হতে এটির দূরত্ব প্রায় ১৫ কোটি কি.মি।এটি সৌরজগতের চারটি কঠিন গ্রহের অন্যতম।