আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কি ধরনের উপযোগ সৃষ্টি হয়?
নোট
আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে রুপগত উপযোগ সৃষ্টি হয়। কারন, কাগজ তৈরির আগে তা আখের ছোবড়া ছিল। যা প্রক্রিয়াকরন করে কাগজে পরিনত হয়েছে। এইভাবে প্রক্রিকরনের মাধ্যমে নতুন পন্য সৃষ্টির ফলে রুপগত উপযোগের সৃষ্টি হয়।