প্রয়োজন অনুযায়ী বড় বা ছোট স্কেলে কোন মানচিত্র অঙ্কন করা যায়?
নোট
প্রয়োজন অনুযায়ী বড় বা ছোট স্কেলে দেয়াল মানচিত্র অঙ্কন করা যায়।
মানচিত্র ভূমির সাংকেতিক প্রতিচ্ছবি। দেশের সার্ভে বিভাগ কর্তৃক অনুমোদিত নির্ধারিত রং এর ব্যবহারে কোন এলাকার ভূমির উল্লেখ যোগ্য প্রকৃতিক ও কৃত্তিম বস্তু সমূহকে নির্দিষ্ট সাংকেতিক চিহ্নের মাধ্যমে কাগজ বা কাপড়ের উপর ক্ষুদ্রাকারে মাপনী অনুযায়ী অঙ্কন করাকে ম্যাপ বা মানচিত্র বলে।