নােট প্রচলন/আমানত গ্রহণ/ঋণ আমানত সষ্টি/ব্যবসায় বিনিয়ােগ – কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ?
নোট
কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা মুদ্রাবাজারে শীর্ষে অবস্থান করে দেশের ব্যাংকব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান, যা দেশে নোট প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। কেন্দ্রীয় ব্যাংকের কিছু সাধারন কার্যাবলী বিদ্যমান। যথাঃ
সাধারন কার্যাবলী :১.মুদ্রা ও নোট ইস্যু, ২.সরকারের পক্ষে সম্পাদিত কার্যাবলী, ৩.ব্যাংকসমূহের রিজার্ভ সংরক্ষণ ৪.ঋণ নিয়ন্ত্রণ,৫.নিকাশ ঘরের দায়িত্ব পালন। বিশেষ কার্যাবলী :১.কৃষি উন্নয়ন, ২.শিল্পোন্নয়ন, ৩.অর্থনৈতিক গবেষণা, ৪.জনশক্তি উন্নয়ন, ৫.তথ্য সংগ্রহ ও সরবরাহ।