মুদ্রার যােগান বৃদ্ধি পেলে কি ঘটে?
নোট
নির্দিষ্ট তৌলরীতির ভিত্তিতে এবং নির্দিষ্ট ধাতব বিশুদ্ধির ওপর নির্মিত এই ধাতবখন্ড যখন বিনিময়ের মাধ্যম হিসেবে স্বীকৃত ও ব্যবহূত হয় তখন তা মুদ্রা বলে গণ্য হয়ে থাকে।
মুদ্রার যােগান বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়। অপরদিকে মুদ্রার যােগান হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়।