আহ্নিক গতিতে পৃথিবী আবর্তন করে কীসের উপর?
নোট
আহ্নিক গতিতে পৃথিবী আবর্তন করে নিজ অক্ষের উপর।
পৃথিবীর আহ্নিক গতির অক্ষ স্থির নক্ষত্র ও পৃথিবীপৃষ্ঠের সাপেক্ষে সচল থাকে। সূর্য, চাঁদ ও অন্যন্য মহাজাগতিক বস্তুর মাধ্যাকর্ষণের বাহ্যিক শক্তিতে পৃথিবীর আহ্নিক গতির অক্ষের পূর্বগামী ঘূর্ণন হয়ে থাকে।